একনজরে রাউন্ড অব সিক্সটিন – UEFA চ্যাম্পীয়নস লীগ ১৭/১৮

অবশেষে সমাপ্তি ঘটল ১৭/১৮ সীজনের UEFA চ্যাম্পিয়নস লীগ রাউন্ড অব সিক্সটিন এর। টিম সংখ্যাটা ৩২ থেকে নেমে এসে ৮ এ ঠেকেছে। কেমন ছিলো এবারের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচগুলো। চলুন ঘুরে আসা যাক সেই স্মৃতিবহুল অধ্যায় থেকে।

UEFA চ্যাম্পীয়নস লীগ রাউন্ড অব সিক্সটিন! Source: UEFA
UEFA চ্যাম্পীয়নস লীগ রাউন্ড অব সিক্সটিন! Source: UEFA

এবারের চ্যাম্পিয়নস লীগের সবচেয়ে বড় আকর্ষণ ছিলো পিএসজি। অঢেল টাকা খরচ করে “শক্তিশালী দল” তকমাটা নামের পাশে বেশ ভালোভাবেই লাগিয়েছিলো খেলাইফি! নেইমার, কাভানি, এমবাপ্পে,ভেরেত্তি সহ আরো অনেক তারকাময় নাম ছিলো স্কোয়াডে। কিন্তু ইউসিএলে যে অভিজ্ঞতা আর টিম কম্বিনেশন যেকোনো কিছু থেকে সবার উপরে তা রিয়াল মাদ্রিদের কাছে দুই লেগে ৫ গোল খেয়ে ভালোভাবেই বুঝেছে পিএসজি। তাদের জন্য রইল পরের বারের জন্য শুভকামনা।

এবারের চ্যাম্পীয়নস লীগের রাউন্ড অব সিক্সটিনে ইংলিশ প্রিমিয়ার লীগের পাঁচ টিম কোয়ালিফাই করে সবাইকে তাক লাগিয়ে দিলেও দিনশেষে তারাও তেমন সুবিধা করতে পারেনি। কোয়ার্টার এর মুখ দেখেছে মাত্র ২ টি টিম, পেপ গারদিওলার ম্যানসিটি আর ক্লপের লিউভারপুল। বাদ পরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি আর টট্যেনহাম।

এবারের চ্যাম্পীয়নস লীগে সবাইকে তাক লাগিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে স্প্যানিশ টিম সেভিয়া। ম্যানইউর মত দলকে নিজেদের মাঠে গোলশূন্য ড্র আর ম্যানইউর মাঠে ২-১ এ হারিয়েছে তারা। বাসপার্ক ট্যাকটিস কাজে লাগিয়ে যে শিরোপার রেসে টেকা যায় না তা হয়ত এবার বুঝতে পারবেন স্পেশাল ওয়ান খ্যাত কোচ মরিনহো।

তবে সবকিছু ছাপিয়ে রাউন্ড সিক্সটিনের হট টপিক ছিলো বার্সা-চেলসী ম্যাচ। বিতর্কিত ইতিহাস, প্রতিশোধের জীদ, আর কালো অধ্যায়! সব মিলিয়ে ফুটবল প্রেমিরা অপেক্ষায় ছিলো এক রোমাঞ্চকর ম্যাচের। দর্শকদের একটুও নিরাশ করেনি কোনো দলই। এক মেসিকে বাদ দিলে দুই টিমই লড়াই করেছে সমানে সমানে। কিন্তু বারসায় এক মেসি আছে, যে কিনা যেকোনো খেলার মোড় ঘুরিয়ে দিতে জানে। চেলসির বিপক্ষে গোল না পাওয়ার সমালোচনা আর ২০১২ এর হারের আক্ষেপ যেনো মনে মনে পুষে রেখেছিলেন এই রাউন্ডের জন্য। তাইতো ৪-১ এর ফলাফলের ম্যাচে দুই লেগে ৩ গোল আর ১ এসিস্ট করে দলকে নিয়ে যান কোয়ার্টারে।

অনেকটা হেসে খেলেই কোয়ারটারে পা রেখছে লিভারপুল, বায়ার্ন মিউনিখ আর ম্যানসিটি। টানটানে উত্তেজনার ম্যাচে টট্যেনহামকে ৪-৩ আর শাখতারকে ২-২ গোলে (এওয়ে গোল) হারিয়ে চ্যাম্পীয়ন হবার লড়াইইয়ে এখনো টিকে আছে ওল্ড লেডি জুভেন্টাস আর রোমা।

আজ বিকাল ৫ টায় এবারের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে।যা সরাসরি দেখাবে টেন টু। এবারের চ্যাম্পীয়নস লীগের শিরোপার দাবিদার বেশ কয়েকটি টিমই বলতে গেলে। তাই কে হতে পারে এবারের চ্যাম্পীয়ন তা আন্দাজ করাটা হয়ত একটু কঠিন ই হবে ফুটবলবাসীর জন্য। এবার পালা কোয়ার্টারের জন্য অপেক্ষা করা! আমার মত আর সব ফুটবল আসক্তরা হয়ত অপেক্ষা করছে উত্তেজনায় ঠাসা এক ফুটবল অধ্যায়ের সাক্ষী হবার জন্য!!

, , , , , , , , , , , , , , , , , ,