মেসির অবসর ভাবনাঃ এবার কি তবে আর্জেন্টিনার জার্সি তুলেই রাখছেন মেসি?

এক বছরের জন্যে জাতীয় দল থেকে বিরতি নিয়েছেন মেসি । তবে কি এবার পরোক্ষ ভাবেই আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বলে দিলেন ফুটবল জাদুকর মেসি?

মেসি আর আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়েছে আরো প্রায় দেড় মাস আগে।এর মধ্যে মেসির আর্জেন্টিনার জার্সি গায়ে তোলা বা না তোলা নিয়ে তেমন কোন আলোচনাই শোনা যায় নি। না মেসির পক্ষে থেকে না আর্জেন্টাইন ফেডারেশনের পক্ষ থেকে।

গত দেড় মাসে এই আর্জেন্টাইন মহাতারকা পরিবার নিয়ে ছুটি কাটিয়েছেন। ছুটি পরে বার্সার অনুশীলন ক্যাম্প শেষে দুটি ট্রফিও জেতা হয়ে গেছে তাঁর। কিন্তু আর্জেন্টাইন ফ্যানদের মধ্যে মেসিকে নিয়ে একটা অদৃশ্য ভয় ছিল না বললে ভুল হবে। কারন আর্জেন্টাইন জার্সিতে শতভাগ দিয়ে খেলেও প্রসংশার চেয়ে সমালোচনাই বেশি শুনতে হচ্ছিল তাঁকে।

মেসির অবসর ভাবনাঃ বার কি তবে আর্জেন্টিনার জার্সি তুলেই রাখছেন মেসি?
Source: Twitter

তাই এবার আর জাতীয় দলের জার্সিতে ফিরবেন কি না তা নিয়ে সংশয় ছিল খোদ আর্জেন্টিনার ফেডারেশনেরই। মেসি যে কিছু দিনের বিরতিতে যেতে পারেন সে ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লাদিও ‘চিকি’ তাপিয়া।

আর্জেন্টিনার ভক্তদের সেই আশংকাই সত্যি হল মনে হচ্ছে। এই বছরের মত আর জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না মেসিকে। আর কবে থেকে জাতীয় দলের জার্সি গায়ে ফিরবেন সে ব্যাপারেও কিছু জানান নি বার্সেলোনার এই আর্জেন্টাইন এই মহাতারকা।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে গুয়াতেমালা আর কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী রোববারের মধ্যেই সেই দুই ম্যাচের দল ঘোষণা করতে হবে অন্তর্বর্তীকালীন নিয়োগ পাওয়া কোচ লিওনেল স্কালোনিকে। আর তাই মেসিকে দলে রাখবেন কিনা তা জানতেই বার্সেলোনা ফরোয়ার্ডকে ফোন করেছিলেন তিনি। কিন্তু উত্তরে ‘না’ বলে দিয়েছেন মেসি। আর এই না কতদিনের জন্যে তাও স্পষ্ট করে কিছু জানান নি মেসি।

আর এই সংক্রান্ত সকল খবর সরবরাহ করেছে আর্জেন্টাইন দৈনিক ক্লারিন। অবশ্য এই সংক্রান্ত তাদের দুটি প্রতিবেদনে দুই রকমের খবর উল্লেখ করা হয়েছে।

একটিতে বলা হয়েছে, “কেউ ভাবছে না এটি তাঁর চূড়ান্ত বিদায়।” আরেক প্রতিবেদনে বলা হয়েছে ” তবে এরপর (২০১৮ সালের পরে) কি হবে? তা এখনো অজানা। “

গতকাল রাতে হুয়ান গাম্পার ট্রফিতে বোকা জুনিয়ার্সের বিপক্ষে ৩-০ গোলে জেতে মেসির বার্সেলোনা। এই ম্যাচে ১ গোলও করেছেন মেসি। কিন্তু সবকিছু ছাপিয়ে আলোচনায় ছিল মেসির আর্জেন্টিনা জাতীয় দলে খেলা না খেলার বিষয়টি।

বোকা জুনিয়ার্সের কোচ বারোস শেলোতো এই বিষয়ে বলেন, “মেসিকে একা থাকতে দিন। কি করতে চায়, সেই সিদ্ধান্ত ও-ই নেবে। “

মেসির অবসর ভাবনাঃ বার কি তবে আর্জেন্টিনার জার্সি তুলেই রাখছেন মেসি?
Source: The Sun

আর মেসির জাতীয় দলের সাবেক সতীর্থ বোকার ফরোয়ার্ড কার্লোস তেভেজ বলেছেন, ” মেসি যদি জাতীয় দলে আর না-ও ফেরে, আমি সেটা বুঝতে পারব। যখন আপনি সবকিছু দেওয়ার পরেও সমালোচিত হবেন, তখন সবকিছু কঠিন হয়ে যায়। ”

অবশ্য এই হৃদয় ভাঙা খবরের পরেও ভাল কিছুর আশাও বেঁচে আছে আর্জেন্টাইন সমর্থক আর আর্জেন্টিনাবাসির জন্যে। ‘ আগামী বছর ব্রাজিলে হতে যাওয়া কোপা আমেরিকা দিয়ে আবার জাতীয় দলে ফিরতে চান মেসি,’ এমন কথাও বলেছে কোন কোন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম। আর অন্ততঃ এই খবরটা যেন সত্যি হয়, এমনটাই আশা সারা দুনিয়ার আর্জেন্টিনা ভক্তদের।

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,