বিশ্বকাপ ২০১৮: ব্রাজিল আর্জেন্টিনার দেখানোর পথেই হাটল

এইবারের ফিফা বিশ্বকাপ ব্রাজিল ড্র দিয়েই তাদের মিশন শুরু করল। তারা সুইজারল্যান্ডের সাথে ১-১ এ খেলা ড্র করে। প্রথমে তারা খেলায় অগ্রবর্তীই ছিল। ব্রাজিকের বার্সা মহাতারকা কোটিনহো প্রথমে তাদের ১-০ ব্যবধানের লিড এনে দেয়। সুইস গোলরক্ষকও কিছুটা হতভম্ব হয়ে যায় যেহেতু তার ওই শট ফেরানোর জন্য তেমন কিছুই ছিল না।

ব্রাজিল আর্জেন্টিনার দেখানোর পথেই হাটল
Source: Sportskeeda

কিন্তু কোটিনহোর এই গোল ব্রাজিলকে ম্যাচ জেতা থেকে বাঁচাতে পারে নি। কোটিনহোর গোল করা সত্ত্বেও ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা জ্বলে উঠতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে সুইস খেলোয়াড় জুবের গোল করে খেলায় ১-১ এ সমতা ফিরিয়ে আনে।

আমরা যদি খেলাটিকে বিশ্লেষণ করি আমরা অবশ্যই বলতে পারব যে উভয় দলই ম্যাচটিতে কিভাবে রাজত্ব করেছে। তবে অবশ্য ব্রাজিল যেখানে ২০ বার আক্রমনে যায় সেখানে সুইসরা কেবল ৬ বার আক্রমনে যায়। ব্রাজিলের শটগুলো ৯ বার লক্ষ্য বরাবর ছিল যেখেনে সুইসদের ছিল মাত্র ৪ বার। ব্রাজিল ৭ বার সুইসদের আক্রমন মোকাবেলা করে। কিন্তু সুইসরা ব্রাজিলের মত ওতোটা সফল ছিল না। উভয় দলই কর্ণার পেয়েছিল যেখানে ব্রাজিল পায় ৭ বার আর সুইসরা পায় ২ বার।

এটা আরো পরিষ্কার হবে যদি আমরা বল দখলের পরিসংখ্যানের দিকে তাকাই। ৫২% দখলে ছিল ব্রাজিলের আর ৪৮% চিল সুইজারল্যান্ডের। এছাড়াও ব্রাজিলের সঠিক পাসের সংখ্যা ছিল ৮৭%। সুইজারল্যান্ড অবশ্য এই দিকে একটু পিছিয়ে। তারা ৮২% সঠিক পাস করতে পেরেছিল। যদিও এর আগের দিন খ্যাতির ছটা মেক্সিকো তাদের দিকেই নিয়ে যায়, সুইজারল্যান্ড আমাদের পূর্বাশাকেও অতিক্রম করে।

ব্রাজিল আর্জেন্টিনার দেখানোর পথেই হাটল
Source: Goal.com

ধাক্কা খাওয়ার মত খবর হচ্ছে এই খেলায় ব্রাজিলের মহাতারকা নেইমারকে ১০ বার ফাউল করা হয়। এটিই প্রথম যেখানে বিশ্বকাপের ১ ম্যাচে একজন খেলোয়াড়কে ১০ বার ফাউল করা হয়। সুইগারল্যান্ডের কোচ ভ্যালাদিমির পেটকোভিচ বলেন, “অবশ্যই নেইমারকে নিষ্ক্রিয়করণ আমাদের খেলার একটি আসল উপকরণ ছিল। আমি তাদের লেগে থাকার ব্যাপারে গর্বিত। প্রথম ৪০ মিনিট আমাদের জন্য কঠিন ছিল এবং খেলার অর্ধেক সময়ে আমি খেলোয়াড়দের ঠান্ডা থাকার জন্য এবং সম্মুখমুখী হওয়ার জন্য বলেছিলাম। তারা তা করল এবং এটাই কাজ করল। “

সুতরাং তার বক্তব্য অনুযায়ী ইহা পরিষ্কার যে নেইমারকে ১০ বার ফাউল করা কোন দৈবক্রম ছিল না। ইহা পূর্ব-পরিকল্পিত ছিল। ইহা তাদের খেলার একটি কৌশল ছিল।

সে যেমনই হোক, শুধুমাত্র ফলাফলই কথা বলবে। ফুটবলপ্রেমীরা কোন বাহানা দিতে পারবে না যেহেতু খেলা আফিশিয়ালি ড্র বলে ঘোষিত হয়েছে। ব্রাজিলকে তাদের ভাগ করা পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।

ব্রাজিল আর্জেন্টিনার দেখানোর পথেই হাটল
Source: The New York Times

এই বিশ্বকাপে ইহা পরিলক্ষ্যণীয় যে কোন বড় দলই তাদের সমর্থকদের চাহিদা মোতাবেক মিশন শুরু করতে পারে নি। ব্রাজিল, স্পেন, আর্জেন্টিনা ড্র দিয়ে ম্যাচ শুরু করে যেখানে জার্মানি শুরু করে হারা দিয়ে।

, , , , , , , ,