বিশ্বকাপ ২০১৮: গোছালো ব্রাজিলের সামনে আত্নবিশ্বাসী ম্যাক্সিকো

এ যেন এক অদ্ভুত রথে চলছে এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকেই মাহারথীদের বিদায়ে মাধ্যমেই চলছে এই বিশ্বকাপ। এই বিদায়ের মিছিলে গতকালই যুক্ত হল আরেক পরাশক্তি স্পেনের নাম। এই বিদায়ের মিছিলের মধ্যেই আজ আরেক হট ফেভারিট ব্রাজিল মাঠে নামছে ম্যাক্সিকোর বিপক্ষে। তবে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা এখানেই থেমে যাবে নাকি ম্যাক্সিকোর স্বপ্ন যাত্রার ইতি ঘটবে তা জানা যাবে আজ রাতেই।

বিশ্বকাপ ২০১৮: গোছালো ব্রাজিলের সামনে আত্নবিশ্বাসী ম্যাক্সিকো
Source: PNG Mart

এই বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলের যে ফর্ম তাতে ব্রাজিলের পক্ষেই বাজি ধরাটা স্বাভাবিক। সেলেসাওরা গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সুইসদের সাথে ড্র করার পরের দুই ম্যাচেই বেশ গোছালো ফুটবল খেলে শেষ ১৬ তে এসেছে। আর এই গোছালো ফুটবল খেলতে গিয়ে অবশ্য নিজেদের চিরাচরিত ছন্দ আর সৌন্দর্য থেকে কিছুটা সরে এসেছেন কোচ তিতে। তবে দল সাফল্য পেলে এটা নিয়ে তেমন আপত্তি থাকার কথা না সেলেসাও ভক্তদের।

অন্যদিকে জার্মানিকে বিশ্বকাপ থেকে বিদায় করার মূল কারিগর ম্যাক্সিকো গ্রুপের শেষ ম্যাচে সুইডেনের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়। এতে তাঁদের আত্নবিশ্বাসে কিছুটা ছেদ পড়লেও সেটা ব্রাজিলের বিপক্ষে ম্যাচে কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার বিষয়। তবে গত ২০ বছরের ইতিহাস আর বিশ্বকাপে ব্রাজিলের সাথে তাঁদের শেষ সাক্ষাত কিছুটা হলেও প্রেরণা যোগাতে পারে “এল ত্রি” দের। কারন গত ২০ বছরে দুই দলের মুখোমুখি ১৭ ম্যাচে ৭ টি করে জয় রয়েছে দুই দলেরই। আর ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত শেষ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে গোল শূন্য ড্র করেছিল ম্যাক্সিকো।

বিশ্বকাপ ২০১৮: গোছালো ব্রাজিলের সামনে আত্নবিশ্বাসী ম্যাক্সিকো
Source: sipse.com

অন্যদিকে ম্যাক্সিকোর জন্যে ভীতিকর কিছু ইতিহাসও রয়েছে। ম্যাচ জিততে যেটা সবচেয়ে জরুরী সেই গোলের দেখাই যে ম্যাক্সিকানরা ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপে কখনই পায় নি। উলটো ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের ৪ ম্যাচে ১১ গোল হজম করেছে ম্যাক্সিকো। আর এর পাশাপাশি বিশ্বকাপে ব্রাজিল এখন পর্যন্ত উত্তর আমেরিকার কোন দলের বিপক্ষে কোন ম্যাচই হারে নি। তাই ম্যাক্সিকোর কপালে দুশ্চিন্তার ভাঁজ পরার মধ্যে মত যথেষ্ট কারনও রয়েছে।

এদিকে এই ম্যাচেও হয়তো মার্সেলোকে মাঠে পাচ্ছে না ব্রাজিল। তবে গত ম্যাচে মার্সেলোর বদলী হিসেবে নামা ফিলিপে লুইস কোচের। মনে বেশ ভাল ভাবেই জায়গা করে নিয়েছেন। আর ইঞ্জুরি থেকে সেরে ওঠা রাইট-ব্যাক দানিলোকেও এই ম্যাচে দেখা যেতে পারে। অন্তত এই দিক থেকে কিছুটা নিশ্চিন্ত হতেই পারে সেলেসাওরা।

বিশ্বকাপ ২০১৮: গোছালো ব্রাজিলের সামনে আত্নবিশ্বাসী ম্যাক্সিকো
Source: Sky Sports

এবার আশা যাক বাজির দরে। ইতিহাস, পরিসংখ্যান আর সমসাময়িক ফর্ম, এই সব কিছুর প্রভাবই রয়েছে আজকের ম্যাচের বাজির দরে। ব্রাজিলের জয়ের জন্যে বাজির দর হল ৯/১, তাও আবার ৩-০ তে জয়ের জন্যে এই দর। বিপরীত দিকে ম্যাক্সিকো ম্যাচ জিতে কোয়াটার ফাইনালে যাবে, এটার পক্ষে বাজির দর ৭/২। আর নির্ধারিত ৯০ মিনিটেই ব্রাজিল ম্যাচ জিতবে এবং নেইমার গোল করবেন, এটির পক্ষে বাজির দর হল ১১/৩।

বিশ্বকাপ ২০১৮: গোছালো ব্রাজিলের সামনে আত্নবিশ্বাসী ম্যাক্সিকো
Source: Goal.com

সম্ভাব্য একাদশ

ব্রাজিল: এলিসন, ফ্যাগনার, থিয়েগো সিলভা, ফিলিপে লুইস, ক্যাসেমিরো, পলিনহো, উইলিয়ান, কুতিনহো, নেইমার, জেসুস

ম্যাক্সিকো: ওচোয়া, লেয়ুন, আয়ালা, সেলসেদো, গেল্লারদো, হেররেরা, দস সান্তস, গুয়ারদাদো, ভেলা, হারনান্দেজ, লোজানো

এখন দেখা যাক, ভলগা নদীর তীরে রাশিয়ার ছোট্ট সহর সামারায় ফুটবল বিধাতা দুই দলের জন্যে কি নিয়ে অপেক্ষা করছেন।

, , , , , , , , , , , , , , , , ,