বিশ্বকাপ ২০১৮: ইনজুরির কারনে ইতোমধ্যেই বাদ পড়া খেলোয়াড়দের তালিকা

“বিগেস্ট শো অন আর্থ” এ খেলতে পারাটা প্রত্যেক পেশাদার ফুটবলারের স্বপ্ন। বিশ্বকাপে নিজের দেশের প্রতিনিধিত্ব করাটা আজীবনের জন্যে একটি অর্জন। অন্য কিছুর সাথেই এই অভিজ্ঞতার কোন তুলনা হয় না।

আপনি কি কল্পনা করতে পারেন, আপনার দেশ বিশ্বকাপের জন্যে কোয়ালিফাই করেছে আর আপনি খুব ভালভাবেই দলেও আছেন, কিন্তু হঠাৎ করে এক ইনজুরি এসে আপনাকে ছুঁড়ে ফেলে দিল। তখন আপনার কেমন লাগবে। আমার কোন ধারণা নাই. না আমি কোন পেশাদার ফুটবল খেলোয়াড় না আমার দেশের বিশ্বকাপে খেলার যোগ্যতা যোগ্যতা অর্জন করেছে।

কিন্তু সুযোগ থাকলে আপনি এই তালিকার খেলোয়াড় বেচারাদের জিজ্ঞেস করে দেখতে পারেন। কারন তাঁরা এখন সেই অবস্থাতেই আছেন।

#১ দানি আলভেস

বিশ্বকাপ
Source: BBC

ব্রাজিলের প্রধান রাইট-ব্যাক কপ দে ফ্রান্স ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইসের বনাম লস হারবিয়ার্সের ম্যাচ চলাকালীন সময়ে আহত হন।

রিপোর্ট অনুযায়ী, তিনি একটি হাঁটুর লিগ্যামেন্টে আঘাত পেয়েছেন এবং যে কারনে তাকে ৮ থেকে ৯ মাস পর্যন্ত মাঠে অনুপস্থিত থাকতে হবে।

শুধু ব্রাজিলকেই নয়, এই গ্রীষ্মের তাঁর যায়গা পূরনের জন্যে পিএসজিকেও বিকল্প কাউকে সাইন করতে হবে।
তিতে সম্ভবত ফ্যাগনার, দানিলো এবং রাফিনহাকে দিয়ে তাঁর জায়গা পূরণ করবেন। যদিও মার্কেস রচা এবং মারিয়ানোও বেশ ভাল বিকল্প, কিন্তু সেলেসাও বস তিতে এই দুজনের তেমন বড় ভক্ত নন।

#২ অ্যালেক্স অক্সল্যাডচেম্বারলাইন

বিশ্বকাপ
Source: Twitter

এই গ্রীষ্মে লিভারপুলের সাথে চুক্তির পরই রেড-ডেভিল ভক্তরা তেমন একটা খুশি ছিল না। যদিও তিনি ভুল পায়ে শুরু করেছিলেন কিন্তু নভেম্বর থেকে তিনি উজ্জ্বল ছাপ রেখে যাচ্ছেন।

ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ যাত্রায় খুব ভাল ভাবেই বিবেচনাতে ছিলেন এই ইংলিশম্যান। তবে লিভারপুলের হয়ে এএস রোমার বিপক্ষে জয়ী ম্যাচে তার হাঁটু লিগ্যামেন্ট মারাত্নক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে, তাকে অস্ত্রোপচার করতে হয়। এর মানে হল যে আগামী ৯ মাস তাঁকে মাঠে পাওয়া যাচ্ছে না আর তিনি বিশ্বকাপ আর পরবর্তী মৌসুমের অর্ধেকটাও মিস করছেন।

ইংল্যান্ডের চেম্বারলেইন ঘাটতি পূরন করার জন্য অনেক বিকল্পই আছে, তবে এটাই এখন দেখার বিষয় যে তাঁর যায়গায় এখন কাকে নেয়া হয়।

#৩ ওরেন্ট কোসিয়েলনি

বিশ্বকাপ
Source: Complete Sports Nigeria

গানারদের এই ফরাসি ডিফেন্ডারের কমপক্ষে ৬ মাসের জন্যে মাঠের বাইরে যাওয়া নিশ্বিত হয়ে গেছে। আর এই নিশ্চিতকরণ সংবাদটি আসে আর্সেনাল বনাম অ্যাতলেতিকো মাদ্রিদের ম্যাচের পরে। সেই ম্যাচে তাঁর গোড়ালি ভেঙ্গে যায় এবং তিনি বিশ্বকাপের বাইরে ছিটকে যান।

এটিই এই ৩২ বছর বয়সী আর্সেনাল ডিফেন্ডার জন্য শেষ বিশ্বকাপ হতে পারতো। এই দুর্ঘটনাতে ফ্রান্সের সামনে একজন তরুণ ডিফেন্ডার রাশিয়ায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

কোসিয়েলনির সম্ভাব্য প্রতিস্থাপন হতে পারে কার্ট জৌমা, এলিয়াকুয়েম মানগালা, মামদৌ সাকো বা এমনকি জ্যোফ্রে কন্ডোবিয়াও। আর ফ্রান্সের মূল সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে থাকছেন স্যামুয়েল উমতিতি এবং রাফেল ভেরেন।

#৪ লার্স স্টিন্ডল

বিশ্বকাপ
Source: Elmira

লার্স স্টিন্ডল গত বছরের কনফেডারেশন কাপের সময় স্পটলাইটে এসেছিলেন। এই বরুসিয়া মখেনগ্লাডবেচের ফরোয়ার্ড ইনজুরিতে পড়ার আগে জীবনের সেরা ফর্মে ছিলেন।

২৯ শে এপ্রিল শালকে সাথে ম্যাচে তিনি গোড়ালি আঘাত প্রাপ্ত হন এবং সাথে সাথেই এটা নিশ্চিত হয়ে যায় যে তাঁকে ৩ মাস মাঠের বাইরে বাইরে কাটাতে হবে।

এর মানে, তিনি ২০১৮ সালের বিশ্বকাপের ইনিজুরির কারনে বাদ পড়া খেলোয়াড়দের তালিকায় নিশ্চিত ভাবেই অন্তর্ভূক্ত হলেন। আমরা মনে হয় না যে জার্মানরা এতে খুব একটা ব্যাথিত হয়েছে, কারন তাঁদের নাম্বার ওয়ান টমাস মুলার যে কোন প্রকার সমস্যা থেকেই দূরে আছেন তবুও লার্স স্টিন্ডল জোয়াকিম লোর জার্মান বাহিনীর জন্যে একজন চমৎকার বিকল্প হতে পারতেন।

এখনকার মত এই তালিকা এখানেই সীমাবদ্ধ। তবে বিশকাপের এখনো কয়েক সপ্তাহ বাকি আছে। আর তাই এই তালিকা আরো লম্বা হওয়ার বেশ ভাল সম্ভাবনাই রয়েছে।

, , , , , , , ,