আবারো সেই একই “বাংলাদেশ !” অসাধারণ এক ওডিআই ও টেস্ট সিরিজ জেতার পর বাংলাদেশ ২য় বারের মত ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাস্ত হল এবং এই জয়ের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
তারা শেষ ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটের ব্যবধানে জিতে শুধু উড়িয়েই দেয় নি, কিভাবে টি২০ খেলতে হয় তা ও শিখিয়ে দিয়েছে।
Source: Crickwizz
শেষ ম্যাচ জেতার ফলে ওয়েস্ট ইন্ডিজের মনে এক বিশাল আত্মবিশ্বাস তৈরি হয়েছে এবং তারা পরের ম্যাচটিও জিতে সিরিজ সুনিশ্চিত করতে চাইবে। যেহেতু ঘরে নিয়ে যাওয়ার মত তারা কোন ট্রফিই জিতে নি। অন্যদিকে শেষম্যাচ হারার ফলে বাংলাদেশ খানিকটা চাপে থাকবে এবং তারাও চাইবে পরবর্তী ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাতে।
বাংলাদেশ এবং তাদের বর্তমান ফর্মঃ
বাংলাদেশ বরাবরের মতই টি২০ তে ওডিআই এর মত শক্তিশালী দল নয়। যদিও তারা এই ফরম্যাটে অনেক উন্নতি করছে। তারা এই বছর ১৪টি টি২০ ম্যাচ খেলেছে এবং তন্মধ্যে ১০টি ম্যাচেই হারের স্বাদ গ্রহণ করেছে। এমনকি গত ম্যাচে সাকিব ছাড়া অন্য সবাই অনেক ম্লান ছিল।
শেষ ম্যাচে সাকিব আল হাসান ব্যাট হাতে অনেক আলো ছড়িয়েছিল যা ফিফটি করা থেকেই বুঝা যায়। ইনজুরি থেকে ফেরার পর ড্যাশিং ওপেনার তামিম ইকবালও নিজেকে কিছুটা খুঁজে বেড়াচ্ছেন। এই বছর আমরা লিটন ও সৌম্যের থেকে ভাল ইনিংস খুব কমই পেয়েছি।
Source: Sportskeeda
অন্যদিকে শেষ ম্যাচে মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম কিছুটা দূর্ভাগ্যবান ছিলেন। তা না হলে সে বর্তমানে অনেক ইন-ফর্ম ব্যাটসম্যান। তাছাড়া কাটার মাস্টারের কাটারেও আর আগের মত ধার দেখা যায় না।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশঃ
লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী মিরাজ, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ এবং তাদের সাম্প্রতিক পারফরম্যান্সঃ
শেষ ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজও টানা ৫ টি২০ ম্যাচে হারের মুখ দেখছিল। তারাও অনেক দুঃস্বপ্নের মধ্য দিয়েই যাচ্ছিল। কারণ তারা এই বছর ১২ ম্যাচের মধ্যে কেবল মাত্র ৩টি ম্যাচে জিততে সক্ষম হয় এবং বাকি ৯টি ম্যাচে পরাজয়ের স্বাদ বরণ করে।
এছাড়া শাই হোপ তার অসাধারণ ব্যাটিং নৈপূন্যে তাদেরকে কিছুটা আশা দেখাচ্ছে। সে কিছুদিন আগে শেষ হওয়া ওয়ানডে সিরিজে সেরা ব্যাটসম্যানের পুরস্কার লাভ করে।
Source: Crictracker
এভিন লুইস, হেট্মায়ার এবং ড্যারেন ব্রাভো বর্তমান সময়ের ওয়েস্ট ইন্ডিজ দলের সেরা খেলোয়াড়দের মাঝে অন্যতম। বাহাতি পেসার শেলডন কটরেলও তার শেষ ম্যাচের ফর্ম টেনে ধরার চেষ্টা করবে।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশঃ
এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, কিমো পল, শিমরন হেট্মায়ার, ড্যারেন ব্রাভো, পাওয়েল, ব্রাথওয়েট, অ্যালেন, শেলডন কটরেল, থমাস।