এক নজরে প্রীতিম্যাচের সব খবরা খবর

ব্রাজিল-রাশিয়া ম্যাচের মধ্য দিয়েই শুরু হয় এবারের বিশ্বকাপের বড় দলগুলোর প্রীতিম্যাচের খেলা। গতকাল রাত ১০ টায় রাশিয়ার মাঠে খেলতে নামে ব্রাজিল। এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট টিম ব্রাজিল। কোথায় ভালো প্লেয়ার নেই তাদের!! তবুও এক নেইমার ছাড়া কাল কিছুটা ছন্নছাড়া লাগছিলো পুরো টিমকে। প্রথমার্ধে কয়েকটি ভালো আক্রমণ করলেও গোলের দেখা পায়নি ব্রাজিল! ফিনিশিং এর অভাবে কয়েকটি ভালো সুযোগ মিস করেছে রাশিয়াও। খেলার ২য় ভাগে ছন্দে ফিরে ব্রাজিল। ৫৩ মিনিটে মিরান্ডার গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর আক্রমণ এর ধার বাড়িয়ে দেয় টিটের শিষ্যরা। ম্যাচের ৬২ ডি-বক্সে ফাউলের শিকার হয়ে দলকে পেনাল্টি এনে দেন পাউলিনহো।যা থেকে দলের দ্বিতীয় গোল করেন ফিলিপ কোতিনহো। রাশিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকেন পাউলিনহো নিজেই। ইউলিয়ানের করা ক্রস থেকে হেডে গোল করেন তিনি।

প্রীতিম্যাচের সব খবরা খবর
Spurce: Eurosport

স্পেন-জার্মানী! গত দুই বিশ্ব চ্যাম্পিয়ন এবারের আসরেও হট ফেভারিট তকমাটা গায়ে লাগিয়েই এসেছে বিশ্বকাপের মঞ্চে। আর খেলা যখন এই দুইজনের একই স্টেডিয়ামে তখন পরিবেশ কেমন হতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। পুরো খেলা জুড়ে দুই দলই লড়াই করেছে সমানে সমানে। ম্যাচের প্রত্যেকটি সেকেন্ড ছিলো উত্তেজনায় ঠাসা। খেলার প্রথম থেকেই আক্রমণে যায় স্পেন। ম্যাচের তখন ৬ মিনিট। ইনিয়েস্তার ডিফেন্স চেড়া পাসকে পুরোপুরি কাজে লাগান নাম্বার ১৯ রড্রিগো। কোনো কিছু বুঝে উঠার আগেই স্পেনের খাতায় তখন এক গোল। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচের সময় কেটে গেলেও গোলের দেখা মেলে ম্যাচের ৩৫ মিনিটে। তবে এবারের গোলটা জার্মানের ঝুলিতে। টনি ক্রুসের থেকে পাওয়া বল রিসিভ করে ডি-বক্সের সামান্য বাইরে থাকা টমাস মুলারকে বাড়িয়ে দেন খাদিরা। ফ্রি স্পেস পেয়ে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান মুলার। চেষ্টা করেও বলের নাগাল পাননি ডি হেয়া। এরপর দুই দল গোলের সন্ধানে থাকলেও তা পেয়ে উঠা হয়নি কারোই। মাঝমাঠ নির্ভর খেলায় দুই দলের বল দখল ছিলো প্রায় কাছাকাছি। বল পসেশন ছিলো স্পেনের ৫২% এবং জার্মানীর ৪৮% ।

Germany celebration
Source: www.eurosport.com

আরেক বিগ ম্যাচে বুফনের ইতালিকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। খেলার শুরুতে প্রয়াত খেলোয়াড় ডেভিড আস্তোরিকে সম্মান জানান প্লেয়াররা। খেলার আগেই হোচট খায় আর্জেন্টিনা, কারন ইঞ্জুরীর কারনে দল থেকে ছিটকে যান প্রাণভ্রমরা লিওনেল মেসি। এমনিতেও এবারের বিশ্বকাপে ধুকতে ধুকতে উঠেছে আর্জেন্টিনা। তার উপর মেসির না থাকায় জয়ের আশা এক প্রকার ক্ষীণ হয়ে যায় আর্জেন্টিনার জন্য। এমনকি ম্যাচের প্রথম ২৫ মিনিট তেমন একটা সুবিধাও করতে পারেনি সাম্পাওলির শিষ্যরা। কিন্তু এরপর হুট করেই খেলার গতি বাড়িয়ে দেয় দলের খেলোয়াড়েরা। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও ম্যাচের ৭৫ মিনিটে লো সেলসোর বাড়ানো বল দারুন এক শটে জালে জড়ান ইভার বানেগা। চেয়ে দেখা ছাড়া কিছু করার ই হয়ত ছিলোনা ইতালির গোলবারের অতন্দ্র প্রহরী বুফনের। এর ১০ মিনিট পর ২য় গোলের দেখা পায় আর্জেন্টিনা। গোলদাতা লানজিনি এবার পরাস্ত করেন বুফবকে। গোলের যোগানদাতা হিগুইন। এই জয়টা এই পর্যায়ে খুব দরকার ছিলো আর্জেন্টিনার। বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের দরকার ছিলো দলের সবার। যা হয়ত পেয়েই গেলো এই ম্যাচের মাধ্যমে।

Argentina beats Italy 2-0
Source: Eurosport

এবারের প্রীতি ম্যাচের সবচেয়ে নাটকীয় ম্যাচ ছিলো ইজিপ্ট-পর্তুগাল ম্যাচ। ম্যাচের প্রথম গোল আসে ইজিপ্ট এর পক্ষে ম্যাচের ৫৬ মিনিটে। গোলদাতা এবারের সবচেয়ে বিস্ময় লাগানো প্লেয়ার মোহাম্মদ সালাহ। খেলার নির্ধারিত সময় অব্দি ম্যাচে ১-০ তে এগিয়ে জয়ের স্বপ্ন দেখছিলো ইজিপ্ট বাহিনী কিন্তু এক রোনালদোতে তাদের সব স্বপ্ন ভেস্তে যায়। ম্যাচের ৯৩ এবং ৯৬ মিনিটে দুই হেডে দুই গোল করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ক্রিস্টিয়ানো রোনালদো। এই গোলের মাধ্যমে জাতীয় দলের হয়ে ৮১ গোল পূর্ণ হলো রোনালদোর। এরই সাথে পর্তুগালের ৩য় সর্বোচ্চ গোলদাতাও হলেন তিনি।

Portugal vs Egypt
Source: 101 Great Goals

অন্য আরেক ম্যাচে ফ্রান্সকে ৩-২ গোলে হারায় কলম্বিয়া। ২-০ তে এগিয়ে থেকেও জয়ের দেখা পায়নি ফ্রান্স। ফ্রান্সের হয়ে জিরুড এবং থমাস লিমার গোল করেন আর কলম্বিয়ার হয়ে গোল করেন মুরিয়েল, ফ্যালকাও এবং কুয়েন্টেরো।

এরই মাধ্যমে শেষ হয় বড় দল গুলোর প্রথম পর্বের খেলা। প্রত্যেকটি দল আরো একটি করে ম্যাচ খেলবে এই মাসের ই ২৮ তারিখে। তাই আরেকবার ফুটবল দ্বন্দ্বে মাততে প্রস্তুত ফুটবলবাসী। এবার শুধু অপেক্ষার পালা।

, , , , , , , , , , , , , ,