গত রাতে এইবারের কোপা আমেরিকা ২০১৯ এর অন্যতম সেরা কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় স্বাগতিক ব্রাজিল আর প্যারাগুয়ের মধ্যে। সেই ম্যাচে স্বাগতিক ব্রাজিল টাইব্রেকারে ৪-৩ গোলে প্যারাগুয়েকে হারিয়ে সেমির টিকেট পেয়ে যায়। আজ আজকের ম্যাচের ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দী আর্জেন্টিনা সেমিতে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ভেনিযুয়েলার। তবে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত আর্জেন্টিনার যে অবস্থা তাতে আজকের ম্যাচটা তাদের জন্য খুব একটা সহজ হবে বলে মনে হচ্ছে না।

ম্যাচ ডিটেইল
তারিখঃ শনিবার ,২৯ জুন ২০১৯
ভেন্যুঃ স্তদিও জার্নালিস্তা মারিও ফিলহা (মারাকানা)
সময়ঃ যুক্তরাজ্য সময় রাত ৮টা, সেন্ট্রাল ইউরোপ সময় রাত ৯ টা , বাংলাদেশ সময় রাত ১ টা
কোপা আমেরিকা ২০১৯ এর আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং ভেনিজুয়েলা দুই দলই সেমি ফাইনালে যায়গা করে নেওয়ার জন্যে যথেষ্ট শক্তিশালী। যদিও আর্জেন্টিনা এই কোপা আমেরিকা তে শেষ আটে যায়গা করে নিয়েছে অনেকটা ভাগ্যের জোড়েই । অন্যদিকে এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ভেনিজুয়েলার যে পারফর্মেন্স, তাতে আজকের ম্যাচে বরঞ্চ তারাই কিছুটা এগিয়ে।
লা আলবিসেলেস্তে খ্যাত আঈজেন্টিনা তাদের এবারের কোপা অভিজান শুরু করে ফন্তে নোভা এরিনা স্টেডিয়ামে কলোম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এই ম্যাচটি ছিল প্রায় এক বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির প্রথম ম্যাচ। সেই ম্যাচ পুরো আর্জেন্টিনা দলটাই এত হতশ্রী অবস্থা ছিল যে কলোম্বিয়াকে ২-০ গোলে ম্যাচটি জিতে নিতে খুব একটা বেগ পেতে হয় নি। আর রক্ষণভাগে আর্জেন্টিনার দূর্বলতা বরাবরের হলেও এই ম্যাচে তা এতটাই খারাপ ছিল যে এর থেকে বালির বাধকে শক্তিশালী বললে ভুল হবে না।
আর গ্রুপের দ্বিতীয় ম্যাচে মেসি বাহিনী প্যারাগুয়ের সাথে কোন মতে ১-১ গোলে ড্র করতে সক্ষম হয়। আর শেষ ম্যাচে তারা দূর্বল কাতারকে কণ রকমে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। গ্রপ বি থেকে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে কোয়ার্টারে ওঠে আর্জেন্টাইনরা।
অন্যদিকে ভেনিজুয়েলা পেরুর সাথে গোলশুন্য ড্র দিয়ে টুর্নামেট শুরু করে। নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা স্বাগতিক ব্রাজিলকেও গোলশুন্য ড্র তে রুখে দেয়। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ আটে যায়গা করে নেয় তারা।
হেড টূ হেড রেকর্ড
গত কোপা আমেরিকাতেও কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। আর সেই লড়াইতে ভেনিজুয়েলাকে ৪-১ গোলে ঊড়িয়ে দিয়েই সেমিতে উঠেছিল লিওনেল মেসির দল। এছাড়াও এখন পর্যন্ত ২০ বারের মুখোমুখি লড়াইয়ে ১৮ ম্যাচই জিতেছে আকাশি-সাদারা, বিপরীতে মাত্র দুই জয় ভেনিজুয়েলার।

কোপা আমেরিকা ২০১৯ এর আরজেন্টিনা স্কোয়াড
গোল কিপারঃ ফ্রঙ্কো আর্মানি, অগাস্টিন মার্চেসিন ও হুয়ান মুসো
ডিফেন্ডারঃ হুয়ান ফয়েত, নিকোলাস ট্যাগলেফিও, রেঞ্জো সারাভিয়া, জার্মান পেজ্জেলা, রামিরো ফুন্স, মোরি, মিল্টোন ক্যাচকো ও নিকোলাস ওটামেন্ডি
মিডফিল্ডারঃ লিয়েন্দ্রো প্যারাদেস, রবার্তো পেরেইরা, মার্কোস একুইনা, এঙ্গেল ডি মারিয়ে, গুইদো পিজারো, রদ্রিগো দি পল, গুইদো রদ্রিগেজ ও জিওভানি লো সেলসো।
ফরোয়ার্ডঃ সার্জিও আগুয়েরো, লিওনেল মেসি (অধিনায়ক), মেতিয়াস সুয়ারেজ, পাওলো দিবালা ও লোউতারো মার্তিনেজ
কোপা আমেরিকা ২০১৯ এর ভেনিজুয়েলা স্কোয়াডঃ
গোলকিপারঃ উইল্কার ফারিনেজ, হুয়েল গ্রাতেরোল ও রাফায়েল রোমো
ডিফেন্ডারঃ মিকেল ভিলেনোভা, ইয়োরদান ওসোরিও, জন চেন্সেলর, লুইস মাগো, রবার্তো রোসালেস, রোলফ ফ্লেচার ও রোনাল্ড হার্নানদেজ।
মিডফিল্ডারঃ জুনিওর মোরিনো, ইয়াঙ্গেল হেরেরা, ডারুইন মেচিস, টমাস রিঙ্কোন (অধিনায়ক), জেফারসন সাভারিনো, হুয়ানপি, লুইস ম্যানুয়েল সেইযাস, জন মুরিলো, আর্কুইমেদেস ফিগুরা ও ইয়েফেরসেন সোতেলদো।
ফরোয়ার্ডঃ ফার্নান্দো এরিস্তেগুইতা, জোসেফ মার্তিনেস ও স্যালোমোন রন্দোন।