প্রায় চার বছর আগে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। শনিবার ২৮ জুলাই ২০১৮ ওয়াটার পার্কে বাংলাদেশের সাথে এই সিরিজের সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে পারাতে ওয়েস্ট ইন্ডিজের কাছে অতীত মুছে ফেলার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। শেষবার তারা বাংলাদেশের বিপক্ষে যে মাঠে তারা সিরিজ হয়েছিল সেখানে আজ আবারো তারা বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের আশায় মাঠে নামবে।
Source: ESPN Cricinfo
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে ৪৮ রানে বাংলাদেশের কাছে পরাজিত হবার পরে দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে সিরিজে ১-১ সমতা নিয়ে আসে। বাংলাদেশ কাছে সিরিজে ২-০ তে এগিয়ে থাকার একটি সম্ভাবনা থাকলেও সাব্বির এবং মুশফিকুর রহিমের আউট হয়ে যাওয়ায় সে স্বপ্ন পূরণের হাল মাশরাফিকে ধরতে হয়। কিন্তু শেষ এক বলে চার রানের প্রয়োজনটা মাশরাফি পরন করতে পারিনি। ফলে সিরিজে ওস্টেন্ডিজ ১-১ সমতা নিয়ে আসে।
সিমরন এর শতক ওয়েস্ট ইন্ডিজকে খেলায় একটি বড় স্কোর করতে সাহায্য করে,বলা যায় এই শতকের জন্য সিমরান এর কাছেওয়েস্ট ইন্ডিজ দল কৃতজ্ঞ। খেলায় কিছু সময়ের জন্য স্বাগতিকদের ব্যাটসম্যানেরা প্রতিপক্ষ দলের বোলারদের সামনে ধারাবাহিক রান সংগ্রহ করতে বেশ কষ্ট করতে হয়। এই দুঃসময়ে সিমরানের ৯৩ বলে ১২৫ রান ওয়েস্টইন্ডিজ শিবিরে নতুন আশার সঞ্চার করে।
Source: ProFantasyCricket
ওয়েস্ট ইন্ডিজকেএই সিরিজে ভালো ফলাফল পেতে হলে তাদের উচিত খেলায় আরো বেশি মনোযোগী হওয়া। গুয়নার স্লো উইকেটে জোসেফ এবং জেসন হোল্ডার এর রান সংগ্রহ করতে বেশ কষ্ট করতে হয়। আন্দ্রে রাসেলের ফাইনালে না খেলতে পারাটা ও স্বাগতিকদের জন্য একটি দুর্ভাগ্যজনক বিষয়। সে কারণে স্বাগতিকদেরকে আসলে নার্স এবং দেবেন্দ্র বিশ্বর ঘূর্ণন জাদুর উপরেই বেশি আস্থা রাখতে হচ্ছে। আর ওয়ান্ডার পার্ক গ্রাউন্ডের এই পিচ তাদের পক্ষ হয়ে সাহায্য করবে। সুনীল নারায়ন এবং ব্র্যাড হগ বিগত খেলায় এই পিচে তাদের নৈপুন্যতা প্রকাশ্যে সফল হয়েছেন।
অন্যদিকে সফরকারী বাংলাদেশ তাদের বিগত খেলার ভুল ভ্রান্তিগুলো শুধরে নিয়ে ফাইনালে ওয়েস্টইন্ডিজের মুখোমুখি হবে এটাই আশা করা যায়। তাছাড়া এই সিরিজে তামিমের একটি শতক এবং একটি অর্ধশতক বলে দেয় তামিম এখন খুব ভালোই ফর্মে আছে। মুশফিক এবং শাকিবের কথা তো বলাই বাহুল্য,তারাও এই সিরিজে ভালোই নৈপুন্যতা প্রকাশ করতে পেরেছেন। বোলারদের মধ্যে মাশরাফি, মুস্তাফিজ, সাকিব এবং মেহেদি এদের উপরে ভরসা করা যায় যে তারা তাদের দায়িত্ব ঠিকই পালন করবে।
Source: Cricket Betting
জেসন মোহাম্মদ ওয়েস্ট ইন্ডিজের হয়ে পরপর দুই ইনিংসে খুব বেশি একটা ভালো নৈপূর্ণতা দেখাতে পারেননি, সে কারণেই হয়তো ফাইনালে তিনি অনুপস্থিত থাকতে পারেন এবং তার জায়গা নিতে পারেন কিরেন পাওয়েল। আন্দ্রে রাসেলের হাঁটুর ইনজুরির কারনে তিনি ফাইনালে খেলছেন না।অন্যদিকে সফরকারী বাংলাদেশের দলেএনামুল হকের বিপরীতে শুরুতে লিটন দাসকে মাঠে দেখা যেতে পারে।
বাংলাদেশঃ তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ,সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান, রুবেল হোসেন,মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম,লিটন দাস,আবু যায়েদ, নাজমুল হোসেন শান্ত, এবং আবু হায়দার রনি।
ওয়েস্ট ইন্ডিজঃ জেসন হোল্ডার, রভম্যান পাওয়েল, কিমও পাওয়েল, অ্যাসলে নার্স, দেবেন্দ্র বিশও, আলজারী জোসেফ, ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটম্যায়ার এবং জেসন মোহাম্মাদ।