এশিয়া কাপ ২০১৮ঃ সোমবার থেকে শুরু হচ্ছে টাইগারদের প্রশিক্ষণ ক্যাম্প

বাংলাদেশ ক্রিকেট দল সোমবার থেকে এশিয়া কাপের প্রস্তুতি স্বরূপ অনুশীলন শুরু করতে যাচ্ছে। আসছে ১৫ সেপ্টেম্বর ২০১৮ দুবাইয়ে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। এশিয়া কাপের উদ্দেশ্যে বাংলাদেশ ক্রিকেট দল ৯ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে।

ওয়েস্টে ইন্ডিজ টুর শেষে টাইগাররা ঈদুল আযহার ছুটিতে চলে যায়। ঈদের ছুটি শুরু হবার আগে বিসিবি ৩১ সদস্য বিশিষ্ট দল ঘোষণা করে। এবারের এশিয়া কাপে সর্বমোট ৬ টি দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে যার মধ্যে বাংলাদেশ অন্যতম।

এশিয়া কাপ ২০১৮ঃ সোমবার থেকে শুরু হচ্ছে টাইগারদের প্রশিক্ষণ ক্যাম্প
Source: Bangladesh Cricket Board

শনিবার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ঈদের ছুটির নীরবতা ভাঙ্গেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান তামিম ইকবাল। এদিকে যখন দলের অন্য সবাই এবং বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঈদের ছুটি কাটাতে ব্যস্ত ঠিক তখন বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি এই ব্যাটসম্যান কে দেখা যায় কোচ সালাউদ্দিনের তত্ত্বাবধানে নেটে অনুশীলন করতে।

সম্প্রতি সময়ে তামিমকে নেটে অতিরিক্ত প্র্যাকটিস করতে দেখা যায় এবং তিনি তাঁর অবকাশকালীন সময়টাকে আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে অতিরিক্ত অনুশীলন করেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শুরুতে তাকে ঠিক এমনটাই করতে দেখা যায়, যে কারণে ওই সিরিজে তিনি একটি আশানুরূপ সাফল্য দেখাতে পেরেছিলেন।

ক্যারিবীয়নদের বিপক্ষে একদিনের ম্যাচে বাংলাদেশ ২-১ এ জয় লাভ করে। এবং একদিনের ম্যাচে তামিম দুটি শতক অর্জন করেন। পরবর্তীতে টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশ ২-১ ব্যবধানে ক্যারিবীয়নদের বিপক্ষে জয় লাভ করেন যেখানে তামিম ইকবাল একটি অর্ধ শতক অর্জন করেন।

এশিয়া কাপ ২০১৮ঃ সোমবার থেকে শুরু হচ্ছে টাইগারদের প্রশিক্ষণ ক্যাম্প
Source: bdnews24.com

“যখন একটি ভালো সময় যাচ্ছে তখন যদি অনুশীলন করা যায় তাহলে সেটি খুবই ফলপ্রসূ হয় এবং প্রশিক্ষণের প্রতি সত্যিকার অর্থে মনোনিবেশ করা যায়। কিন্তু পারিপার্শ্বিকতা যখন খারাপ থাকে এবং সাথে যদি মন খারাপ থাকে তাহলে প্রশিক্ষণের প্রতি মনোনিবেশ করা টি কঠিন হয়ে পড়ে, ঠিক এ কারনেই আমি কিছু অতিরিক্ত সময় আমার ওনুশীলনের জন্য ব্যয় করছি।” তামিম ইকবাল ঠিক এমনটিই বলেন তার এখনকার অতিরিক্ত অনুশীলনীর কারণ দর্শাতে।

মাহমুদউল্লাহ এবং অলরাউন্ডার সাকিব আল হাসানকে ক্যাম্প শুরুর প্রথম দিন থেকে পাওয়া যাবে না। হজ্ব পালনের উদ্দেশ্যে সাকিব সৌদি আরবে থাকায় দুই একদিনের মধ্যে আশা করা যাচ্ছে তিনি দেশে ফিরে আসবেন। দেশে ফিরে আসার পরেই তিনি সর্বপ্রথম বিসিবির চিকিৎসক দলের শরণাপন্ন হবেন, এটি দেখার জন্য যে তার হাতের অস্ত্রপ্রচার টুর্নামেন্ট শুরু হবার আগে কিংবা পরে কখন করলে তার জন্য সুবিধা হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাচ্ছেন সাকিব যেন এশিয়া কাপে বাংলাদেশ দলের হয়ে অংশগ্রহণ করেন, কিন্তু অন্যদিকে শাকিবের মনে হচ্ছে যে তার হাতের সার্জারি টা করা খুবই প্রয়োজন। সাকিবের এই সার্জারির পরে তার সেরে উঠতে অন্তত দু মাসের মত সময় লাগতে পারে।

অন্যদিকে মাহমুদুল্লাহ এখন ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের কারনে। তিনি সেন্ট কিটস এবং নাভিস প্যাট্রিওটস এর হয়ে ক্যারিবিয়ান ক্রিকেট লিগে অংশগ্রহণ করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্র অনুসারে এই ডানহাতি অলরাউন্ডার কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডএকটি ছাড়পত্র দিয়েছেন, কারণ তিনি ওয়েস্ট ইন্ডিজের এই ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের একজন নিয়মিত খেলোয়াড়। তাই মাহমুদুল্লাহ বাংলাদেশ ক্রিকেট দলের সাথে সরাসরি দুবাইতে একসাথে মিলিত হবেন

এশিয়া কাপ ২০১৮ঃ সোমবার থেকে শুরু হচ্ছে টাইগারদের প্রশিক্ষণ ক্যাম্প
Source: WION

বৃহস্পতিবার পর্যন্ত এই অনুশীলন চলতে থাকবে যেখানে বাংলাদেশের প্রাথমিক ঘোষণাকৃত এই দলটি তাদের শক্তি, পরিস্থিতি এবং ফিল্ডিং এর উপরে প্রশিক্ষণ করবে। দুদিনের বিরতির পরে ক্যাম্প শেষে বাংলাদেশ দল ২ সেপ্টেম্বরে তাদের স্কিল এবং জিম সেশনের জন্য দুটি গ্রুপে বিভক্ত হয়ে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুশীলন করবে। এর পরেই বিসিবি আশা করছে যে তারা ১৫ সদস্য বিশিষ্ট একটি দল ঘোষণা করতে পারবে।

সুনীল যোশী বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কন্সাল্টেন্ট এশিয়া কাপ চলাকালীন বাংলাদেশ জাতীয় দলের সাথে থাকতে পারছেন না। সূত্র মতে প্রাক্তন এই বাঁহাতি স্পিনার কে ভারতীয় জাতীয় ক্রিকেট একাডেমি আবার ডেকে নেওয়ার কারণে তিনি বাংলাদেশ দলের সাথে থেকে এশিয়া কাপে অংশগ্রহণ করতে পারছেন না।

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,