এশিয়ান ক্রিকেট কাউন্সিল ১৯৮৪ সালে দক্ষিণ এশিয়ার ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করেছিল এশিয়া কাপ এর প্রথম আসর। এসিসি এর এই উদ্যোগ ভ্রাতৃত্ববোধ বাড়াতে কতটা সফল হয়েছে সেটা বলা মুশকিল। তবে এই টুর্নামেন্ট যে অঞ্চলের ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে নিয়ে গেছে সেটা নিঃসন্দেহে বলা যায়। বিশেষ করে এশিয়া কাপ এর বিগত কয়েক বছরের আয়োজন তাই বলে।

আর মাত্র একদিন পরেই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের এবারের আয়োজন। সংযুক্ত আরব আমিরাতের মরুময় এশিয়া কাপ মাঠে গড়ানোর আগেই এর উত্তাপ ছড়াতে শুরু করেছে। এই উত্তাপ এখন সারা দেশ জুড়েই অনুভব করা যাচ্ছে।
ইতিমধ্যেই এশিয়া কাপের সময়সূচি আর দল সবই চূড়ান্ত ভাবে নির্ধারিত হয়ে গেছে। আর সব গুলো দলই তাঁদের চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করে ফেলেছে এরই মধ্যে। অনেক নাটকীয়তার পর বাংলাদেশের নির্বাচকরাও স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছেন। ইঞ্জুরি সমস্যা থাকা সত্ত্বেও দলে আছেন সাকিব।
আর নবাগত নাজমুল হোসেন শান্তর ইঞ্জুরিতে শেষ মূহুর্তে দলে ডাক পেয়েছেন টেস্ট স্পেশালিষ্ট খ্যাত মমিনুল হক। যদিও মোস্তাফিজ আর তামিম নিজেদের সেরাটা দেওয়ার মত ফিট কিনা তা নিয়ে কিছুটা সংশয় আছে। তবুও নিজেদের সামর্থ্যের পুরোটা দিতে পারলে বাংলাদেশ এই এশিয়া কাপেও চমকপ্রদ কিছুই করবে। বাংলাদেশের ক্রিকেট প্রাণ কোটি মানুষের মত আমাদের এটাই কামনা।
তবে চলুন এক নজরে দেখে নেয়া যাক এই এশিয়া কাপের চূড়ান্ত সময়সুচি আর ছয় দলের চূড়ান্ত স্কোয়াড
লিগ স্টেজ
১৫ সেপ্টেম্বর: দুবাইতে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
১৬ সেপ্টেম্বর: দুবাইতে হংকংয়ের বিপক্ষে পাকিস্তান
১৭ সেপ্টেম্বর: আবুধাবিতে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান
১৮ সেপ্টেম্বর: দুবাইতে ভারত বনাম হংকং
১৯ সেপ্টেম্বর: দুবাইতে ভারত বনাম পাকিস্তান
২০ সেপ্টেম্বর: আবুধাবিতে বাংলাদেশ বনাম আফগানিস্তান
সুপার ফোর
২১ সেপ্টেম্বর: দুবাইতে গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ বি রানার-আপ
২১ সেপ্টেম্বর: গ্রুপ বি বিজয়ী বনাম আবু ঢাবিতে রানার-আপ গ্রুপ
২৩ সেপ্টেম্বর: দুবাইতে গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ রানার-আপ
২৩ সেপ্টেম্বরঃ আবুধাবিতে গ্রুপ বি বিজয়ী গ্রুপ গ্রুপ রানার-আপ
২৫ সেপ্টেম্বর: দুবাইতে গ্রুপ এ বিজয়ী বনাম বি গ্রুপ বি বিজয়ী
২৬ সেপ্টেম্বর: আবুধাবিতে গ্রুপ র রানার-আপ গ্রুপ গ্রুপের রানার-আপ দল
ফাইনাল
২৮ সেপ্টেম্বর: টিবিসি বনাম টিবিসি
চূড়ান্ত স্কোয়াড

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন দাশ, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহদী হাসান, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, নাজমুল হোসেন শান্ত , মমিনুল হক
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, অম্বাতি রায়ুডু, মনিশ পাণ্ডে, কেদার যাদব, এমএস ধোনি, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজভেন্দ্র চাহাল, আকসার প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরা , শারদুল ঠাকুর, খালিল আহমেদ
পাকিস্তান স্কোয়াড:
ফখর জামান, ইমাম উল হক, শান মাসুদ, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলী, হরিস সোহেল, শাদাব খান, মুহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমীর, জুনায়েদ খান, উসমান শিন্ওয়ারী, শাহীন আফ্রিদ
শ্রীলংকা স্কোয়াডঃ
অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), কুশল পেরেরা, কামাল মেন্ডিস, উপুল থারাঙ্গা, নিরঞ্জন ডিকওয়েলা, দানুসকা গুনাথিলকা, থিসারা পেরেরা, দসুন শানাকা, ধনঞ্জয় ডি সিলভা, আকিলা ধানাঞ্জায়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোনসো, কাসুন রজিথ, সুরাঙ্গা লাকমল, দুশমন্ত চিমিরা, লাসিথ মালিঙ্গা
আফগানিস্তান স্কোয়াড:
আসগর আস্টেনেগজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ জানত, জাভেদ আহমাদী, রহমত শাহ, হাসমত শাহিদি, মোহাম্মদ নবী, গুলবদীন নায়েব, রশিদ খান, নাজিবুল্লাহ জাদরান, মুজিব-উর রহমান, আফতাব আলম, সামিউল্লাহ শিনওয়ারী , মুনির আহমেদ কাকর, সায়েদ আহমেদ শেরজাদ, শরফুদ্দিন আশরাফ, ওয়াফাদার
হংকং স্কোয়াড:
আনশুমান রথ (অধিনায়ক), আইজাজ খান, বাবর হায়াত, ক্যামেরন ম্যাকআলসান, ক্রিস্টোফার কার্টার, এহসান খান, এহসান নওয়াজ, আরশাদ মোহাম্মদ, কিনচিৎ শাহ, নাদিম আহমেদ, রাগ কাপুর, স্কট ম্যাককনি, তানভির আহমেদ, তানভীর আফজাল, ওয়াকাস খান , আফতাব হোসেন