মঙ্গলবার দুপুরে সংযুক্ত আরব আমিরাতে ২০১৮ সালের এস সি সি এশিয়া কাপের জন্য ৩১ সদস্যের বাংলাদেশ প্রাথমিক দল ঘোষণা করা হয়। দলে রয়েছে ৩ নতুন মুখ। প্রধান কোচ স্টিভ রোডস এর নির্বাচনের উপর ভিত্তি করে স্কোয়াড ঘোষণা করা হয়। স্টিভ রোডস জাতীয় দলে পাইপলাইনে থাকা আরও খেলোয়াড়দের উপর নজর রাখতে চান।
জাতীয় দলের নিয়মিত সদস্যদের পাশাপাশি প্রিমিয়ার স্কোয়াডে বামহাতি স্পিনার শরিফুল ইসলাম ডানহাতি ফাস্ট বোলার খালেদ আহমেদ এবং লেগ স্পিনার ফজলে মাহমুদ রাব্বি সাথে নতুন মুখ দেখা যাবে।
শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ২৭ আগস্ট থেকে প্রাথমিক ক্যাম্প উদ্বোধন করা হবে। এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ৯ সেপ্টেম্বর দেশ ত্যাগ করার সম্ভাবনা রয়েছে যাতে করে খেলোয়াড়া আরব আমিরাতের কঠিন পরিস্থিতির সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারে।

অলরাউন্ডার সাকিব আল হাসান ও নাজমুল ইসলাম অপুর ক্যাম্পে উপস্থিত হবার সম্ভাবনা টা এখনও অনিশ্চিত। হজ থেকে ফিরে আসার পর সাকিব আল হাসানের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের অপারেশন করা হতে পারে। যদি অপারেশন করা হয় তাহলে সাকিবকে অন্তত দুই মাসের জন্য বিশ্রামে যেতে হতে পারে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় এ মাসের শুরুতে বামহাতি বোলার অপু তার বাম হাতে আঘাত পান। তবে এখন তিনি অনেকটা সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন।
১৫ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ দল মাঠে নামবে। এবার বাংলাদেশে গ্রুপ বি তে স্থান পেয়েছে। আফগানিস্তানের সাথে ২০ সেপ্টেম্বর শেখ জায়েদ স্টেডিয়াম তারা গ্রুপ পর্বের শেষ খেলাটি খেলবেন।
আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবার ২০১৮ এশিয়া কাপের সময়সূচি প্রকাশ করেছে এবং তাতে বলা আছে এবার এশিয়া কাপ সেপ্টেম্বরে ১৫ তারিখ ২০১৮ থেকে সেপ্টেম্বর ২৮ তারিখ ২০১৮ এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। গতবারের আসরটি- টি-টোয়েন্টি ফর্মেটে হলেও এবারের আসর টিঐতিহ্য গত ৫০ ওভারের টুর্নামেন্ট হবে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে এবং ১৯ সেপ্টম্বর পাকিস্তান ভারতের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এবারের আসরে পাকিস্তান, ভারত, শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তানসহ মোট ছয়টি দল অংশগ্রহণ করবে। তবে ষষ্ঠদলটি নির্বাচন হবে কোওয়ালীফাই রাউন্ডে আরব আমিরাত, হংকং, নেপাল সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ওমানের মধ্য থেকে।
এশিয়া কাপের ৬ টি দল বিভক্ত হয়ে ২টি গ্রপ হিসাবে টুর্নামেন্টে খেলবে। প্রত্যেকটা দল গ্রুপ পর্বে ২টি করে খেলায় অংশ নিবে। গ্রপ পর্বের থেকে ৪ টি দল সুপার ৪ এ খেলবে এবং সেখান থেকে ২টি দল ফাইনাল খেলবে।
এশিয়া কাপের জন্যে ৩১ জনের প্রাথমিক দল:
মাশরাফি, সাকিব, তামিম, ইমরুল, বিজয়, মুশফিক, মাহমুদুল্লাহ, সৌম্য, সাব্বির, সাইফুদ্দিন, মোস্তাফিজ, মোসাদ্দেক, লিটন, অপু, আবু হায়দার, মিরাজ, মুমিনুল, সোহান, রুবেল, আরিফুল, রাহী, শান্ত, শরিফুল, তাইজুল, নাঈম, কামরুল ইসলাম রাব্বি, খালেদ, জাকির, সানজামুল, মিঠুন, ফজলে রাব্বি।