অবশেষে সম্পন্ন হলো উয়েফা চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের ড্র। উয়েফার হেডকোয়ার্টার নিওনে ১৬ তারিখ বিকাল ৫ টায় এই ড্র অনুষ্ঠিত হয়। এবারের কোয়ার্টার ফাইনালেই গতবারের ফাইনালের আভা পেয়ে গেলো ফুটবল ভক্তরা। গতবারের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ আর জুভেন্টাস এবার একদল আরেকদলকে মোকাবেলা করবে কোয়ার্টার ফাইনালে।
রিয়ালের সামনে যেমন সুযোগ আছে গতবারের ফাইনালের মত আরেকবার জুভেন্টাসকে হারিয়ে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়ার, তেমনি জুভেন্টাসের সামনে সুযোগ রয়েছে গতবারের হারের প্রতিশোধ নেয়ার। ডিফেন্ড নির্ভর জুভেন্টাস আর ফাস্ট ফুটবল খেলা রিয়াল মাদ্রিদ, দুই দলই রয়েছে ভালো ফর্মে। সবমিলিয়ে হাইভোল্টেজ এক ম্যাচ পেতে চলছে ফুটবল বিশ্ব।

রাউন্ড অব সিক্সটিন টা বেশ কঠিন গেলেও কোয়ার্টারের পথটা কিছুটা সহজই পেয়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট ফুটবল ক্লাব বার্সেলোনা। কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব রোমা। ইতিহাস, বর্তমান ফর্ম, লাইন আপ সব দিক দিয়েই এগিয়ে বার্সেলোনা। তবে ছোট করে দেখার সুযোগ নেয় রোমাকে। প্রতিবার বড় বড় দলের বিপক্ষে জয়লাভ করলেও কোন এক অজানা কারনে তুলনামূলক ছোট দলগুলোর কাছেই হেরে শিরোপা হারায় বার্সা। বুঝাই যাচ্ছে বার্সার পায়ে বল দিয়ে কিছুটা ডিফেন্ড নির্ভর ফুটবল খেলবে রোমা আর সুযোগ পেলেই গোল দেয়ার চেষ্টা করবে।তাই এবারও হয়ত আশঙ্কার ছাপ কিছুটা হলেও থেকেই যাচ্ছে বার্সার কপালে।

ভাগ্য নেহায়ত ভালোই বলতে হবে বায়ার্ন মিউনিখের। রাউন্ডফ অব সিক্সটিনের মত এবারও সবচেয়ে সহজ পেয়েছে জার্মান ক্লাবটি। এবারের আসকের চমক সেভিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে হয়ত বেশ আনন্দের ঘুমই কাটাচ্ছেন বায়ার্ন প্লেয়াররা। তবে এবার যা চমক দেখাচ্ছে সেভিয়া তা হয়ত কিছুটা অনুপ্রেরণা জোগাবে স্প্যানিশ ক্লাবটির জন্য।
তবে সবকিছু ছাপিয়ে এবারের কোয়ার্টার ফাইনালের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে ম্যানসিটি বনাম লিভারপুল ম্যাচটি। গ্রুপ পর্বে তাক লাগিয়ে ইপিএল এর ৫ টি দল রাউন্ড অব সিক্সটিনে উঠলেও কোয়ার্টারে সংখ্যাটা ২ এ নেমে এসেছিলো যা কমে ১ এ আসতে যাচ্ছে কোয়ার্টার ফাইয়ালের পর। পুরো ইপিএল শাসিয়ে খেলতে থাকা পেপ গার্দিওলার ম্যানসিটি আর এই সিজনের সেরা ফরোয়ার্ড লাইন আপ নিয়ে খেলা ক্লপের লিভারপুল! কে কাটতে পারে সেমিফাইনালের টিকিট, তা আন্দাজ লাগানো টা বেশ কঠিনই হবে ফুটবল প্রেমীদের জন্য। যদিও এই সিজনের পরিসংখ্যানে এগিয়ে থাকবে ম্যানসিটিই কিন্তু সালাহ, সানে, ফিরমিনোর লিভারপুল মোটেও ছেড়ে কথা বলার পাত্র নয়।
ম্যাচ চারটির প্রথম লেগ অনুষ্ঠিত হবে এপ্রিলের ৪ ও ৫ তারিখ এবং দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ১১ ও ১২ তারিখ। ম্যাচ সবগুলোই হবে রাত ১২৪৫ মিনিটে।

ওদিকে উয়েফা ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্সেনাল ও মস্কো। বাজে একটা সিজন পার করা আর্সেনাল এর সামনে এখনও বিশাল সুযোগ রয়েছে ইউরোপা কাপ জেতার। মেসুত ওজিল, আবোয়ামেয়াং, পেটার চেকের লক্ষ্যও হয়ত সেইদিকেই। রাউন্ড অব সিক্সটিনে এসি মিলানকে হারিয়ে কিছুটা ছন্দে আসার চেষ্টায় আর্সেনাল স্বভাবতই ফেভারিট এবারের ইউরোপা লিগে। কিন্তু তাই বলে যাত্রাটা একদমই সহজ হবে না আর্সেনালের জন্য। কারন তাদের কে টক্কর দেওয়ার জন্য কাপের রেসে রয়েছে স্প্যানিশ ক্লাব এথলেটিকা মাদ্রিদ। কোয়ার্টারে তারা লড়বে পর্তুগীজ ক্লাব স্পোর্টিং সিপির বিরুদ্ধে। লীগেও সুবিধাজনক স্থানে রয়েছে সিমিওনের মাদ্রিদ। দিয়াগো কস্তার যোগ হওয়া আক্রমণ শক্তি আরো আরো বাড়িয়ে এথলেটিকার, তার উপর ছন্দে ফিরেছেন মেইন ম্যান গ্রীজম্যান। তাই ইউসিএল এর মতই হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে ইউরোপা লীগেও। অন্যান্য দুই ম্যাচে লড়াই করবে লেপজিগ ও মার্শেই এবং ল্যাজিও ও সালসবার্বাগ। ম্যাচগুলোর ১ম লেগ হবে এপ্রিলের ৬ তারিখ ও ২য় লেগ হবে ১৩ তারিখ। ম্যাচ সবগুলোই হবে রাত ১ টা ৫ মিনিটে।
সব মিলিয়ে এবার বেশ জমজমাট এক ফুটবল অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে ফুটবল বাসীরা। এবার শুধু অপেক্ষার পালা, রাতের ঘুম বাদ দিয়ে ম্যাচগুলো উপভোগ করার জন্য।