ইউরোপীয়ান ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল এর এই সপ্তাহের সর্বশেষ আপডেট

ইউরোপিয়ান ফুটবলের ২০১৯/২০ এর গ্রীষ্মকালীন দলবদল এর সময় সীমা প্রায় শেষ হতে চলেছে। তবে গ্রীষ্মকালীন দলবদল এর কিছু খবর এখনো বাজারটাকে বেশ গরম করে রেখেছে। সে সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন।

ইউরোপীয়ান ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল এর এই সপ্তাহের সর্বশেষ আপডেট
বাImage Source: goal.com

বার্সেলোনা কি যথা সময়ের মধ্যে নেইমারকে ফেরাতে পারবে?

কাতালান জায়েন্ট বার্সেলোনা নেইমারকে আবারো ক্যাম্প ন্যু তে ফেরাতে চায়। এটাই সম্ভবত ২০১৯/২০ এর গ্রীষ্মকালীন দলবদল এর বাজারের সবচেয়ে গরম খবর। আর এই সম্ভাব্য দলবদলের খবরটা আরো মুখোরোচক হয়ে উঠেছে তখন থেকেই যখন নেইমার নিজ মুখে প্যারিস সেইন্ট-জার্মেই ছাড়ার কথা বলেছিলেন।

কিন্তু আতোয়ান গ্রীজমানকে কিনতে গিয়ে বার্সেলোনা এতটাই খরচ করে ফেলেছে যে, নেইমারকে কেনার এত বড় সওদা করার মত আর্থিক অবস্থা তাদের নেই। তাই তারা পিএসজিকে নগদ অর্থের সাথে কয়েকজন খেলোয়াড়ও অফার করেছিল। অন্যদিকে বার্সার অফার করা খেলোয়াড়দের ব্যাপারের ফ্রান্সের এই ক্লাবটি কোন আগ্রহই দেখাই নি। যদিও তাদের আগ্রহ না দেখানো টাই স্বাভাবিক।

এমনকি ফিলিপ কোটিনহোকে বিক্রি করতে না পারায় বার্সেলোনা ক্লাব কতৃপক্ষের মধ্যে কিছুটা হতাশার ছাপও দেখা যাচ্ছে। বিভিন্ন পত্রিকার খবর অনুযায়ী এই ব্রাজিলিয়ানের জন্যে কোন ক্লাবই তেমন কোন দরই হাঁকে নি। উল্টোদিকে মিডফিল্ডার ফ্রঙ্কি ডি ইয়োং, ফুলব্যাক জুনিয়র ফিরপো আর গোলকিপার নেটোকে কিনতে ১২৬ মিলিয়োন ইউরো খরচ করে ফেলেছে বার্সা।

আর এরই মধ্যে বার্সাকে নেইমার ডিল সম্পন্ন করার ডেডলাইন দিয়ে রেখেছে পিএসজি। নেইমারকে আবারো দলে ভেড়ানোর ইচ্ছে থাকলে তা ৮ই আগস্টয়ের মধ্যেই যাবতীয় লেনদেন সারতে হবে বার্সাকে। আর এতেই নেইমার এবং বার্সেলোনা দুজনের জন্যেই পরিস্থিতি অনেকটা জটিল হয়ে গেছে। এই গ্রীষ্মকালীন দলবদল এর বাজারে এই চুক্তি আদোও হবে কিনা সেটাই এখন চিন্তার বিষয়।

ইউরোপীয়ান ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল এর এই সপ্তাহের সর্বশেষ আপডেট
Image Source: golditacco

ম্যানচেস্টার ইউনাইটেড এর সাথে চুক্তির দাড়প্রান্তে পাওলো দিবালা

জুভেন্টাস এর আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তার চুক্তি প্রায় সেরেই ফেলেছেন। এই মুহুর্তে রোমেলু লুকাকুর সাথে অদল বদলের এই চুক্তিটি সামান্য কিছু কারনে চুড়ান্ত হওয়া থেকে পিছিয়ে আছে। তবে লুকাকুর দিক থেকে চুক্তিটা হয়ে গেছে। এই বেলজিয়ান তারকার আলিয়াঞ্জ স্টেডিয়ামের উদ্দেশ্যে যাত্রা করাটাই কেবল বাকি আছে এখন।

সে যাই হোক, ইতালিয়ান পত্রিকা জিয়ানলুকা দি মার্জিও এর মতে, শুধু দিবালা ছাড়াও মারিও মানজুকিচকেও নিয়ে নিতে যাচ্ছে ম্যান ইউ। তবে মানজুকিচের ব্যাপারটা লুকাকু-দিবালা চুক্তির বাহিরে কিনা সেটা এখনো জানা যায় নি।

ইউরোপীয়ান ফুটবলে দলবদল এর এই সপ্তাহের সর্বশেষ আপডেট
Image Source: metro.co.uk

এখনো ইউনাইটেড থেকে বেড়নোর রাস্তা খুঁজছেন পল পগবা

ইংলিশ প্রিমিয়ার লিগ গ্রীষ্মকালীন দলবদল এর বাজারের শেষ সপ্তাহে এসেও ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার জেদটা আবারো সবার সামনে দেখালেন পল পগবা। কিছুদিন আগে ইউনাইটেড কোচ ওলে গানার সলস্কেয়াররের কাছে বাড়তি ছূটির আবেদন করেছিলেল পগবা। সাথে এই জানিয়েছিলেন যে, এসি মিলানের বিপক্ষে শনিবারের প্রীতি ম্যাচেও তিনি খেলবেন না।

তার এই ছুটির আবেদন ইউনাইটেড কর্তারা মঞ্জুর করেছিলেন কিনা সেটা নিশ্চিত না হলেও তিনি দলের সাথে কার্ডিফের বিমানে চড়েন নি। তবে ইউনাইটেড কতৃপক্ষ অবশ্য দাবি করেছে ‘পিঠের ইঞ্জুরির’ কারনেই নাকি দলের সাথে যান নি পগবা।আর পগবার এই অনুপস্থিতি তার ওল্ড ট্রাফোর্ড ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর ইচ্ছাকেই আবারো সবার সামনে নিয়ে এসেছে।

, , , , , , ,