চলছে ইউরোপীয় ফুটবলের দলবদল। দলবদল এর বাজারে খবরের চেয়ে গুজবও কম থাকে না। তবে আমরা আপনাদেরকে কোন গুজব বা কানাকানির খবর দেব না। দলবদলের বাজারে এখন পর্যন্ত এই সপ্তাহের সর্বশেষ খবর নিয়েই আমাদের আজকের আয়োজন।
স্পেন
কদিন আগেই বায়ার্ন থেকে চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদালকে দলে টেনেছে বার্সেলোনা। এবার ম্যান ইউ থেকে ফ্রেন্সম্যান পল পগবাকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে স্প্যানিশ জায়ান্ট বার্সা। ফ্রান্সের বিশ্বকাপ জয়ের অন্যতম রুপকার পগবাকে দলে পেতে মোটা অংকের টাকার পাশাপাশি ইয়েরি মিনা, আন্দ্রে গোমেজ আর রাফিনহাকে অফার করেছে বার্সা। এখন শোনা যাচ্ছে পগবার বদলে আরেক ফ্রেন্সম্যান উসমান ডেম্বেলেকেও অফার করতে যাচ্ছে বার্সেলোনা।

তবে এই অফারে পগবাকে দল ছাড়া করতে রাজি নন ম্যান ইউ কোচ হোসে মরিনহো। যদিও ম্যান ইউ এর হয়ে গত বছর মাঠে ও মাঠের বাইরে বাজে একটি মৌসুম কাটানো পগবাও এই মৌসুমে ওল্ড ট্রাফর্ড ছাড়তে চাচ্ছেন। এখন দেখা যাক, ইংলিশ দলবদল এর মাত্র দুই দিন বাকি থাকতে বার্সার পগবা সওদা সফল হয় কিনা।
এদিকে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইন্টার মিলানে পাড়ি জমাতে যাচ্ছেন গেল বিশ্বকাপের গোল্ডেনবল জয়ী রিয়ালের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ। হয়তো ইন্টারের করা লোভনীয় ব্যক্তিগত অফারের কারনেই রিয়াল ছাড়তে যাচ্ছেন তিনি।তাঁর আরেক ক্লাব ও জাতীয় দল সতীর্থ মাতেও কোভাচিচও বার্নাব্যু ছেড়ে চেলসিতে যোগ দিতে যাচ্ছেন।
ইতালি
সিরি আ এর দল লাৎজিওর সার্বিয়ান মিডফিল্ডার সার্গেই মিলিনকোভিচ-সেভিচকে দলে টানতে উঠেপড়ে লেগেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ২৩ বছর বয়সী এই সার্বিয়ানের জন্যে বেশ মোটা অংকের অফার করতে যাচ্ছে ম্যান ইউ। যদিও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও দলে পেতে চাইছে এই সার্বিয়ানকে।

এই দর কশাকশির দলবদল এর বাজারে মিলিনকোভিচ-সেভিচের গায়ে ১৩৮ মিলিয়ন ইউরোর প্রাইজ ট্যাগ লাগিয়ে রেখেছে ইতালিয়ান ক্লাব লাৎজিও। এখন দেখার বিষয়, এই চড়া মুল্য পরিশোধ করে মিলিনকোভিচকে দলে টানার ব্যাপারে কতটা কি করতে পারে ম্যান ইউ আর রিয়াল।
ইংল্যান্ড
বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের খেলোয়াড়দের দলে ভেড়াতেই যেন ব্যস্ত সবাই। এই যেমন দুই ইংলিশ জায়ান্ট চেলসি আর লিভারপুল দলে পেতে চাইছে ফ্রেন্স ক্লাব লিঁওর ফরাসি ফরোয়ার্ড নাবিল ফিকিরকে। তবে লিঁও তাদের এই ফরোয়ার্ডকে কত দাম আর কি শর্তে ছাড়িতে রাজি হবে তা এখনো ঠিক হইনি।

ইংলিশ লীগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এর গোলরক্ষক জো হার্ট মাত্র ৩.৫ মিলিয়ন ইউরোতে ইংলিশ লিগেরই আরেক ক্লাব বার্নলীতে যোগ দিয়েছেন।
এদিকে টটেনহ্যামের মিডফিল্ডার ভিক্টর ওনেইমাকে দলে পেতে চাইছে ইতালির ক্লাব রোমা। যদিও স্পার্স এর এই কেনিয়ান মিডফিল্ডার ইঞ্জুরির কারনে গত মৌসুমে অর্ধেকটা সময় মাঠের বাইরেই ছিলেন। স্পার্সদের আরেক নির্ভরতার প্রতীক কাইরান ট্রিপেয়ার বিশ্বকাপের পারফর্মেন্স দিয়ে নজর কেড়েছেন রিয়াল, জুভেন্টাস আর পিএসজি এর। তবে এই গ্রীষ্মের দলবদলে এখন পর্যন্ত নতুন কোন সাইনিং না করা টটেনহ্যাম ট্রিপেয়ারকে দল ছাড়া করবেনা বলেই মনে হচ্ছে।
জার্মানি

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সাথে ৭ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন ডিফেন্ডার জেরম বোয়েটাং। ম্যান ইউ তাকে দলে নেয়ার ব্যাপারে আগ্রহ দেখালেও তাঁদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এই জার্মান ডিফেন্ডার। তবে মৌসুমের শুরু থেকে ফ্রেন্স লিগা ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি এর জার্সি গায়ে বোয়েটাংকে মাঠে দেখা যেতে পারে।