ইউরোপিয়ান ফুটবল লিগের শীর্ষের তালিকা
গত কয়েক সপ্তাহ ধরে ক্রিকেটের গল্প তো অনেক হয়েছে। একই দিকে ইউরোপিয়ান ফুটবল লিগ গুলোও আপন মহিমায় এগিয়ে গেছে, তা আপনি খোঁজ রাখুন আর না রাখুন। আর এটা তো হতেi পারে না যে আপনি ফুটবল ভালবাসেন আর ইউরোপের ফুটবলের থোড়াই কেয়ার করেন। আর সে জন্যই তো আমরা আজ ইউরোপিয়ান ফুটবল লিগের পয়েন্ট তালিকার শীর্ষ অবস্থান গুলো নিয়ে কথা বলবো।
আমাকে এখানে বলতেই হবে যে, এবারের ইউরোপিয়ান লিগগুলো অনেকটা এক নায়কত্বন্ত্র মেনেই এগিয়ে যাচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই একটি দল বাকি সবার ধরা ছোঁয়ার বাইরেই ছিল। তো চলুন দেখা যাক ইউরোপের বড় ও ব্যাপক জনপ্রিয় লিগগুলোর বর্তমান অবস্থান।
বারক্লেস ইংলিশ প্রিমিয়ার লিগ

ত্রয়োদশ রাউন্ডের খেলা শেষ, কিন্তু এরই মধ্যে চ্যাম্পিয়ান হওয়ার ইঁদুর দৌড়ের একরকম ইতিই টেনে দিয়েছে ম্যানচেস্টার সিটি। তাঁরা নগর প্রতিবেশি ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে ১৬ পয়েন্ট এগিয়ে আছে। পেপ গার্দিওলার শিষ্যরা টুর্নামেন্টের পুরোটা জুড়েই তাঁদের একাধিপত্য বিস্তার করে এসেছে। আর গত রাউন্ডে নিচের সারির কেউ কোন অঘটন সৃষ্টি করতে না পাড়ায় শীর্ষ তালিকার চেহারা একই আছে। আর মিশরীয় সুপারম্যান মোহাম্মাদ সালাও তাঁর ধারাবাহিক গোল করার ক্ষমতা দিয়ে সবাইকে অবাক করে শীর্ষ গোলদাতার অবস্থান ধরে রেখেছেন।
স্প্যানিশ লা লিগা

উনোত্রিশ তম রাউন্ড শেষেই মনে হচ্ছে বার্সেলোনা তাঁদের ২৫তম লিগ শিরোপার দিকে এগিয়ে যাচ্ছে। আর সেটা তাঁরা আপন গতিতেই করছে। তাঁরা তালিকার দ্বিতীয় তে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ১১ পয়েন্ট এগিয়ে আছে। শীর্ষ দৌড়ে বার্সা, রিয়ালকে বেশ আগেই পেছনে ফেলে এসেছে। একই সময়ে সিআর সেভেন তাঁর ক্যারিয়ারের ৫০তম হ্যাট্রিক করে ২২ গোলের সাথে শীর্ষ গোলদাতার তালিকায় ২৫ গোল করা মেসির পরেই অবস্থান করছেন।
ইতালিয়ান সিরি এ

এটাই একমাত্র লিগ যেখানে প্রতিযোগিতা এখনো জাড়ি আছে। মাত্র দুই পয়েন্টের ব্যবধান নিয়ে নাপোলি ইয়ুভেন্তাসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এই ইঁদুর দৌড়ের মাত্র আর ৯ ম্যাচই বাকি আছে। ইয়্যুভেন্তাস কি তাঁদের টানা সপ্তম শিরোপা জিতবে? নাকি নাপোলি তাঁদের সে পথে বাঁধা হয়ে দাঁড়াবে? সময়ই তা বলে দেবে। এখানে সিরো ইমোব্লি আর মাউরো ইকার্দির আরো একটি ইঁদুর বিড়াল দৌড় হচ্ছে। তাঁরা যথাক্রমে ২৪ ও ২২ গল নিয়ে শীর্ষ গোলদাতার তালিকায় ১ম ও ২য় তে অবস্থান করছেন।
জার্মান বুন্দেসলিগা

এটা নিশ্চিত যে বায়ার্ন মিউনিখ তাঁদের টানা ৬ষ্ঠ লিগ শিরোপার দিকে এগিয়ে চলছে। ১১ ম্যাচ বাকি থাকলেও তাঁরা তালিকায় ২য় তে অবস্থানকারী শলকে ০৪ এর থেকে ১৭ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে। কিন্তু তালিকার ২য় স্থানটি নিয়ে শলকে ০৪ আর বুরুশিয়া ডর্টমুন্ডের মধ্যে বেশ ভাল লড়াই জমে উঠেছে। আর রবার্ট লেভানডফন্স্কি ২৩ গোল নিয়ে শীর্ষ তালিকায় তাঁর একাধিপত্য বিস্তার করছেন।
ফ্রেঞ্চ লিগা ওয়ান

এখানেও আরেকটি একাধিপত্যের ঘটনা চলছে। প্যারিস সেইন্ট জার্মেই মোনাকোর সাথে ১৭ পয়েন্টের ব্যবধান নিয়ে লিগের শীর্ষে অবস্থান করছে। পিএসজি যদিও মোনাকর থেকে এক ম্যাচ বেশি খেলেছে, কিন্তু এতে লিগের ফলাফলে তেমন একটা প্রভাব পরবে না। সেই সাথে এডিনসন কাভানিও ও তাঁর সতীর্থ নেইমারের ইঞ্জুরির ফায়দা তুলছেন। তিনি ২৪ গল নিয়ে শীর্ষ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন।