গ্রুপ ডি, ভাগ্যের গ্রুপ নাকি মরণের! আপনারা কি অনুমান করতে পারেন? সম্ভবত না। পরিসংখ্যান এখানে কাজ করবে না।ক্রীড়াকৌশল প্রদর্শনই এখানে কথা বলবে। কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় থেকে একটি অনুমান সবসময় ভিন্ন কিছু কথা বলে। একটি ভিন্ন ফলাফল যা এই গ্রুপকে একটু কঠিনতর করে তুলবে।

যদি আমরা পয়েন্ট টেবিলের দিকে তাকাই, ক্রোয়েশিয়া ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ডিতে প্রথম স্থানে অবস্থান করছে। এর পরেই জায়গা করে রেখেছে “ভামোস” আর্জেন্টিনা। তাদের দখলে আছে ১ পয়েন্ট। কিন্তু এর পরের স্থানটিই খুবই আকর্ষণপূর্ন। একটি ইতিহাস সৃষ্টি ও বিপর্যয় ঘটানোর মধ্য দিয়ে আইসঅল্যান্ড পরবর্তি জায়গা নিয়ে আছে। আর এই গ্রুপের সবার শেষে আছে নাইজেরিয়া।
আপনারা কি অনুমান করতে পারেন যে কন দুইটা দল ১৬ দলের পর্বটি খেলবে? কারণ প্রতিটা দলই একটি করে ম্যাচ খেলেছে। ক্রোয়েশিয়া এখন পর্যন্ত কোন গোলই হজম করে নি যেখানে আর্জেন্টিনা ও আইসল্যান্ড ১-১ এ ম্যাচ ড্র করে আর নাইজেরিয়া ক্রোয়েশিয়ার কাছে ২ গোল হজম করে। সুতরাং ইহা অনুমেয় যে শুধুমাত্ত্র আর্জেন্টিনা সমর্থকগণই নয় বিশ্ব ফুটবল সমর্থকগোষ্ঠী, সমালোচকও আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার ম্যাচ দেখার জন্য অপেক্ষাও করবে বটে।

যদি ক্রোয়েশিয়া ২১শে জুন আর্জেন্টিনার কাছে হেরে যায় তাহলে তারা পয়েন্ট টেবিলের ২য় স্থানে চলে যাবে আর আর্জেন্টিনা ১ম স্থানে চলে আসবে। যদি ফলাফল উল্টে যায় তাহলে এই গ্রুপ সত্যিই এক মরণ গ্রুপে পরিণত হবে।
কিন্তু ভবিষ্যদ্বাণঈ কি বলে তা আমাদের জানা দরকার। আমরা আমদের চোখ কিছু বাজির সাইটের উপর রেখেছি এবং কিছু আকর্ষণপূর্ণ জিনিষ পেয়েছি যা আপনাদের কিছুটা হলেও ধাক্কা দিতে পারে। তা বলার পূর্বে আমরা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া এর পূর্বে একবার ১৯৯৮ সালে ফ্রান্সে ম্যাচ খেলেছিল। আর্জেন্টিনা সেই ম্যাচ ১-০ ব্যবধানে সেই ম্যাচ জিতে যায়।

অনেক রকম জল্পনা কল্পনা চলছে এই ম্যাচে কে জিতবে তা নিয়ে,আপনাদের কি মনে হয় কে জিতবে?? পতাকার উপর ক্লিক করে ভোট করুন
লিওনেল মেসি গত ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদের হতাশ করতে পারে কিন্তু এটা সবসময়ই কৌতূহলপূর্ণ যখন বল তার দখলে থাকে। কারণ সবসময় তখন কিছু ঘটে। যাই হোক ইহা এখনো অননুমেয় যে ২১শে জুন খেলায় কে জিতবে। দেখা যাক ফলাফল আর্জেন্টিনার পক্ষে যায় নাকি ক্রোয়েশিয়ার পক্ষে যায় নাকি খেলা ড্র হয়।