
আপনি যদি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সব দলের চূড়ান্ত স্কোয়াড আর ফিক্সচারের অনুসন্ধান করে থাকেন তবে আপনি ঠিক যায়গাতেই এসেছেন। এবারেরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর অংশগ্রহনকারী সব দলের চূড়ান্ত স্কোয়াড আর বিশ্বকাপের মূল আসরের ফিক্সচার নিয়েই আমাদের আজকের আয়োজন।
আফগানিস্তান
গুলবাদিন নাঈব (অধিনায়ক), আফতাব আলম, আসগর আফগান, দৌউলাত জাদরান, হামিদ হাসান, হাশমতুল্লাহ শহীদী, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নবী, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, নূর আলী জাদরান, রহমত শাহ, রশিদ খান, সামিউল্লাহ শিনওয়ারী।
অস্ট্রেলিয়া
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জেসন বিয়ারহেন্ডরফ, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, উসমান খাজা, নাথান লিয়ন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোয়েনস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জম্পা।
বাংলাদেশ
মশারফ মুর্তজা (অধিনায়ক), আবু জায়েদ, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, মেহদি হাসান, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক) , মোহাম্মদ সাইফুদ্দিন, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সাকিব আল হাসান , সৌম্য সরকার, তামিম ইকবাল।
ইংল্যান্ড
ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জোফরা আর্চার, জনি ব্যারেস্টো (উইকেটরক্ষক), জস বাটলার (উইকেটরক্ষক), টম কুরান, লিয়াম ডসন, লিয়াম প্লুনকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রায়, বেন স্টোকস, জেমস ভিনস, ক্রিস ওকস , মার্ক উড।
ভারত
ভিরাট কোহলি (অধিনায়ক), জাসপ্রিত বুম্রা, যশভিন্দ্র চাহাল, শিখর ধাওয়ান, এমএস ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কেদার যাদব, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ভুবনেশ্বর কুমার, হার্ডিক পান্ডিয়া, কেএল রাহুল, মোহাম্মদ শামী, বিজয় শংকর, রোহিত শর্মা , কুলদীপ যাদব
নিউজিল্যান্ড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গুপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম (উইকেটরক্ষক) , কলিন মুনরো, জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যাটনার, ইশ শোদি, টিম সাউদি, রস টেলর।
পাকিস্তান
সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক) আসিফ আলী, বাবর আজম, ফখর জামান, হরিস সোহেল, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ইমামুল হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসানাইন, শাদব খান, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ
দক্ষিন আফ্রিকা
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, এডেন মার্করাম, ডেভিড মিলার, ক্রিস মরিস, লুঙ্গি এনগিডি, আন্ডিল ফিলুকওয়াওয়ে, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রবদা, তাবরিজ শামসী, ডেল স্টেইন, ইমরান তাহির, রাসিই ভ্যান ডার ডুসেন
শ্রীলংকা
দেমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিশকা ফার্নান্দো, সুরাঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, জীবন মেন্ডিস, কুলস মেন্ডিস (উইকেটরক্ষক), কুলস পেরেরা (উইকেটরক্ষক) , থিসারা পেরেরা, নুয়ান প্রদিপ, ধনঞ্জয় ডি সিলভা, মিলিন্দা সিরিওয়ার্ধনা, লাহিড়ু থিরিমেন, ইশুর উদানা, জেফ্রে ভেণ্ডারস।
ওয়েষ্ট ইন্ডিজ
জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, কার্লোস ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, শেলডন কোটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ (উইকেটরক্ষক), ইভান লুইস, অ্যাশলে নার্স, নিকোলাস পুরান, কেমার রোচ, আন্দ্রে রাসেল, ওশেন থমাস।
ফিক্সচার
মে
৩০ ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, ওভাল (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
৩১ ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান, ট্রেন্ট ব্রিজ (বাংলাদেশ সময় ১৬:৩০মি )
জুন
১ নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা, কার্ডিফ (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
১ আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, ব্রিস্টল (দিবারাত্রি) (বাংলাদেশ সময় ১৯:৩০মি )
২ দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ, ওভাল (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
৩ ইংল্যান্ড বনাম পাকিস্তান, ট্রেন্ট ব্রিজ (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
৪ আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা, কার্ডিফ (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
৫ দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, সাউথাম্পটন (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
৫ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ওভাল (দিবারাত্রি) (বাংলাদেশ সময় ১৯:৩০মি )
৬ অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ, ট্রেন্ট ব্রিজ (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
৭ পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, ব্রিস্টল (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
৮ ইংল্যান্ড বনাম বাংলাদেশ, কার্ডিফ (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
৮ আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড, টুনটন (দিবারাত্রি) (বাংলাদেশ সময় ১৯:৩০মি )
৯ ভারত বনাম অস্ট্রেলিয়া, ওভাল (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
১০ দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, সাউথাম্পটন (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
১১ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, ব্রিস্টল (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
১২ অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, টুনটন (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
১৩ ভারত বনাম নিউজিল্যান্ড, ট্রেন্ট ব্রিজ (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
১৪ ইংল্যান্ডে বনাম ওয়েস্ট ইন্ডিজ, সাউথাম্পটন (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
১৫ শ্রীলংকা বনাম অস্ট্রেলিয়া, ওভাল (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
১৫ দক্ষিন আফ্রিকা বনাম আফগানিস্তান, কার্ডিফ (দিবারাত্রি) (বাংলাদেশ সময় ১৯:৩০মি )
১৬ ভারত বনাম পাকিস্তান, ওল্ড ট্রাফোর্ড (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
১৭ ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, টুনটন (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
১৮ ইংল্যান্ড বনাম আফগানিস্তান, ওল্ড ট্রাফোর্ড (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
১৯ নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, এডবাস্টন (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
২০ অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, ট্রেন্ট ব্রিজ (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
২১ ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, হেইডিংলি (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
২২ ভারত বনাম আফগানিস্তান, সাউথাম্পটন (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
২২ ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড, ওল্ড ট্রাফোর্ড (দিবারাত্রি) (বাংলাদেশ সময় ১৯:৩০মি )
২৩ পাকিস্তান বনাম সাউথ আফ্রিকা, লর্ডস (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
২৪ বাংলাদেশ বনাম আফগানিস্তান, সাউথাম্পটন (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
২৫ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, লর্ডস (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
২৬ নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, এডবাস্টন (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
২৭ ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত, ওল্ড ট্রাফোর্ড (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
২8 শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা, চেস্টার-লে-স্ট্রিট (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
২৯ পাকিস্তান বনাম আফগানিস্তান, হেডিংলি (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
২৯ নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, লর্ডস (দিবারাত্রি) (বাংলাদেশ সময় ১৯:৩০মি )
৩০ ইংল্যান্ড বনাম ভারত, এডবাস্টন (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
জুলাই
১ শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ, চেস্টার-লে-স্ট্রিট (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
২ বাংলাদেশ বনাম ভারত, এডবাস্টন (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
৩ ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, চেস্টার-লে-স্ট্রিট (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
৪ আফগানিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, হেইডিংলি (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
৫ পাকিস্তান বনাম বাংলাদেশ, লর্ডস (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
৬ শ্রীলঙ্কা বনাম ভারত, হেইডিংলি (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
৬ অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, ওল্ড ট্রাফোর্ড (দিবারাত্রি) (বাংলাদেশ সময় ১৯:৩০মি )
৯ * প্রথম সেমিফাইনাল: ১ম বনাম ৪র্থ, ওল্ড ট্রাফোর্ড (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
১১ * দ্বিতীয় সেমিফাইনাল: ২য় বনাম ৩য়, অ্যাডবাস্টন (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
১৪ * ফাইনাল, লর্ডস (বাংলাদেশ সময় ১৬:৩০মি)
- সেমি ফাইনাল এবং ফাইনাল একটি রিজার্ভ দিন আছে
- বিঃদ্রঃ ফিক্সচার ও খেলা শুরুর সময়সূচি পরিবর্তন যোগ্য। আর তাই উক্ত ফিক্সচার বা সময়সুচিতে কোন প্রকার পরিবর্তন হলে তার জন্যে Sportnewsbd দায়ী নয়।